ঢাকা: ইরানের যে কোনো আগ্রাসন থেকে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে আশ্বাস দিয়েছেন সৌদি আরব সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
শুক্রবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
ওবামা বলেন, উপসাগরীয় অঞ্চলে বহিরাগতদের যেকোনো আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে।
এছাড়া আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিমূর্লে হোয়াইট হাউজ বদ্ধপরিকর জানিয়ে তিনি ইরাকের প্রতি সহায়তা চালিয়ে যাবার ঘোষণা দেন।
এর আগে বুধবার (এপ্রিল ২০) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ওবামা।
সিরিয়া এবং ইয়েমেন ইস্যুসহ আরও বেশ কয়েকটি ইস্যুতে রিয়াদ-ওয়াশিংটনের মতপার্থক্য কমিয়ে আনার প্রয়াস থেকে ওবামার এই সৌদি আরব সফর বলে মনে করা হচ্ছে। সফরে ওবামার সঙ্গে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কুচার ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আরএইচএস/আরআই