ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প ঠেকাতে একাট্টা হলেন ক্রজ-ক্যাসিচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
ট্রাম্প ঠেকাতে একাট্টা হলেন ক্রজ-ক্যাসিচ ছবি: সংগ্রহীত

ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন লাভের লড়াইয়ে ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে এবার অানুষ্ঠানিকভাবে একাট্টা হলেন অপর দুই প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ এবং জন ক্যাসিচ।

ট্রাম্পের মনোনয়ন ঠেকাতে ‘সমন্বিত’ কৌশলে কাজ করার ঘোষণা দিয়েছে এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিবির।

তবে যাকে ঠেকাতে এই আয়োজন সেই ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই জোট বাধার উদ্যোগকে ব্যঙ্গ করেছেন। ‘এই দুই প্রতিদ্বন্দ্বী গাণিতিকভাবে মৃত। তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে’ প্রতিক্রিয়ায় এই ছিলো ট্রাম্পের বক্তব্য।

এদিকে মনোনয়নের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও প্রয়োজনীয় ১২৩৭টি ডেলিগেট ভোট পেতে অনেক দূর যেতে হবে তাকে। ট্রাম্প যদি শেষ পর্যন্ত এই সমর্থন পেতে ব্যর্থ হন তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হবে একটি রিপাবলিকান কনভেনশনে। যেখানে আবার নতুন করে লড়তে হবে সব মনোনয়ন প্রত্যাশীকে।

ডোনাল্ড ট্রাম্পের এখন রয়েছে ৮৪৫ জন ডেলিগেটের সমর্থন, টেড ক্রুজের ৫৫৯ জন এবং ক্যাসিচের রয়েছে ১৪৮ জনের সমর্থন। ট্রাম্পের বিরুদ্ধে জোট বাধা প্রসঙ্গে টেড ক্রুজের ক্যাম্পেইন ম্যানেজার জেফ রো বলেন, মনোনয়নের দৌড়ে নভেম্বর পর্যন্ত যদি ডোনাল্ড ট্রাম্প শীর্ষে থাকেন তবে তা হবে রিপাবলিকানদের জন্য একটি দুর্যোগ। হিলারি কিংবা বার্নি স্যান্ডার্সের কাছে তিনি শুধু গোহারাই হারবেন না বরং তাকে প্রার্থী করলে আমাদের দল কয়েক প্রজন্ম পিছিয়ে যাবে।

ক্যাসিচের ক্যাম্পেইনের অন্যতম মুখ জন ওয়েভার এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ক্লিভল্যান্ডের রিপাবলিকান কনভেনশন। সেখানে আমরা একজন প্রার্থীকে পাবো  যিনি দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসেবে অাবির্ভূত হবেন, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।