ঢাকা: মারা গেল ‘ওয়ার্ল্ড গ্রিনেস্ট ডগ’ খ্যাত টাবি নামে কুকুরটি। মৃত্যুকালে এটির বয়স হয়েছিলো ১৩ বছর।
টাবির মালিক সান্দ্রার বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
২৬ হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহের জন্য ২০১১ সালে গিনেস বুকে নাম ওঠে টাবির। টাবি ওসব বোতল সংগ্রহ করে তা ধ্বংস করার জন্য মালিক সান্দ্রার কাছে নিয়ে যেতো।
সান্দ্রা জানান, টাবি সারাজীবনে ৫০ হাজারের বেশি বোতল সংগ্রহ করে পরিবেশ পরিচ্ছন্ন রেখেছে।
তার দাবি, অন্য কুকুররা যখন বল বা লাঠি খেলায় ব্যস্ত থাকতো, তখন টাবি বোতল সংগ্রহ করতো।
টাবির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে গিনেস বুক কর্তৃপক্ষ। দুঃখ প্রকাশ করেছে টাবির অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীও।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আরএইচএস/এইচএ/