ঢাকা: আগামী ১৬ এপ্রিল ভারতের কেরল রাজ্যের বিধানসভার নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
সম্প্রতি কেরলের সাবেক মন্ত্রী থমাস আইজ্যাক প্রতিশ্রুতি হিসেবে এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
থমাস আইজ্যাকের ঘোষণা- তিনি যদি ভোটে জেতেন, তাহলে যত ভোটে জিতবেন, ততগুলো কাঁঠাল গাছ লাগাবেন। আলাপ্পুঝাকে কার্বন মুক্ত জেলা গঠনের জন্য তার এই প্রতিশ্রুতি।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে ১০ হাজার কাঁঠাল গাছ লাগানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে বিরোধী পক্ষের তোপের মুখে পড়ে তিনি একটি মাত্র কাঁঠাল গাছ লাগিয়ে মনোনয়ন পত্র জমা দেন ।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
আরএইচএস