ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশ ভানুয়াতুতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা কিংবা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার (৩০ এপ্রিল) মাঝারিমানের এ ভূমিকম্প আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির বন্দরনগরী লুগানভিলে (স্থানীয় নাম সান্টো) থেকে ৮৫ কিলোমিটার দূরে। ভূপৃষ্ট থেকে যার গভীরতা ছিলো ৪ দশমিক ৮ কিলোমিটার।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমএ/