ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।
রোববার (০১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময়: রাত ১২টা ৫৬ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভানুয়াতু থেকে ১৫৩ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে ইসানগেল এলাকায় ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে, এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, মে ০২, ২০১৬
পিসি