ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের মালদায় বোমা বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ২, ২০১৬
ভারতের মালদায় বোমা বিস্ফোরণে নিহত ৪

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের মালদায় ক্রুড বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১ মে) দিনগত মধ্যরাতে মালদার বৈঞ্চব নগরে এ ঘটনা ঘটে। সোমবার (২ মে) সকালে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, মালদায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন চারজন।

এদিকে এনডিটিভি জানায়, রোববার দিনগত মধ্যরাতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চারজন নিহত হন।

নিহত ব্যক্তিরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে দেশটির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলেও সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মে ০২, ২০১৬/আপডেট: ১০৪০ ঘণ্টা

আরএইচএস/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।