ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪০ বছর ধরে মামলা লড়ছেন, মাত্র ৫ পয়সার জন্য 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ৫, ২০১৬
৪০ বছর ধরে মামলা লড়ছেন, মাত্র ৫ পয়সার জন্য 

ঢাকা: ঘটনাটি ১৯৭৩ সালের। সেই সময়ে রণবীর সিং যাদব ভারতের দিল্লির একটি বাস কোম্পানির কন্ডাক্টর ছিলেন।

একদিন এক নারী যাত্রীর কাছ থেকে ১০ পয়সা ভাড়ার পরিবর্তে নিয়েছিলেন ১৫ পয়সা। কিন্তু তিনি যানতেন না, এই ৫ পয়সার জন্য তাকে ৪০ বছর একটি মামলা চালাতে হবে।

বৃহস্পতিবার (০৫ মে) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ৫ পয়সা বেশি নেওয়ায় ওই নারীযাত্রী বাস কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নালিশ দেন। পরে এটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি রণবীরকে দোষী সাব্যস্ত করলে ১৯৭৬ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এদিকে ১৯৯০ সালে শ্রমিক আদালতে মামলা জিতলেও রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে যায় ওই বাস কোম্পানিটি। পরে দিল্লি হাইকোর্ট চলতি বছরের জানুয়ারিতে খারিজ করে দিয়ে রণবীরকে বেশ কিছু টাকা দেওয়ার রায় দেয়। কিন্তু ওই কোম্পানিটি ৫ পয়সা আদায় করার জন্য ফের মামলা করে।

দীর্ঘ ৪০ বছরে মামলা চালাতে গিয়ে এখন পর্যন্ত তার খরচ হয়েছে ৪৭ হাজার টাকা।

রণবীর বলেন, ৫ পয়সা বা ২ পয়সা বড় নয়। আমার প্রতি যা অবিচার করা হয়েছে তাতে সমাজে চলাফেরাই করা এখন আমার জন্য কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।