ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধ করছে কেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বন্ধ করছে কেনিয়া

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাবাবসহ সব ক্যাম্প বন্ধ করার ঘোষণা দিয়েছে কেনিয়া। এতে ৬,০০,০০০ এর বেশি শরণার্থীকে তাদের বাসস্থান পরিবর্তন করতে হবে।

কেনিয়া-সোমালিয়া সীমান্তের দাবাব ক্যাম্পে ৩,০০,০০০ এর বেশি শরণার্থী রয়েছে।

শনিবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ভীষণ রকম অর্থনৈতিক, নিরাপত্তাজনিত এবং পরিবেশগত কারণে কেনিয়া সরকার শরণার্থী শিবির বন্ধ করছে- শুক্রবার এমন ঘোষণা দেন অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কারানজা কিবিচো।

পাশাপাশি সন্ত্রাসী দল ‘আল-শাবাব’ একটি গুরুত্বপূর্ণ কারণ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, যোগ করেন তিনি।

এসব কারণে গত বছরও কেনিয়া শরণার্থী শিবির বন্ধ করার ঘোষণা দিয়েছিলো। তবে আন্তর্জাতিক চাপে তারা ফের ক্যাম্প চালু করার সিদ্ধান্ত জানায়। শরণার্থী শিবিরে থাকা অধিকাংশই সোমালিয়ার বাসিন্দা, যারা যুদ্ধের কারণে চলে আসতে বাধ্য হয়েছে।

শরণার্থী শিবির বন্ধ করার ঘোষণা দিলেও তারা কোথায় যাবে, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।