ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের হিমাচলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ৮, ২০১৬
ভারতের হিমাচলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১২

ঢাকা: উত্তর ভারতের হিমাচল প্রদেশে পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে ১২ জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন।

শনিবার (০৭ মে) দিনগত রাতে হিমাচমের মান্ডি জেলার জোগিন্দ্রর নগরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে।

খবরে বলা হয়, বাসটি ৫৪ জন যাত্রী নিয়ে উঁচুনিচু পাহাড়ি রাস্তায় ধর্মশালা থেকে কিন্নাউরের দিকে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ নয় জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার তদন্ত করছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরএইচএস/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।