ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথ বিমান হামলায় আইএস’র শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ১০, ২০১৬
যৌথ বিমান হামলায় আইএস’র শীর্ষ নেতা নিহত

ঢাকা: ইরাকের আনবার প্রদেশে যৌথ বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) শীর্ষ এক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন।

পিটার কুক নামে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, গত ৬ মে (রোববার) যৌথ বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা আবু ওয়াহিব ছাড়াও আরো তিনজন নিহত হয়েছেন।

তার মৃত্যু ওই এলাকায় আইএসের অবস্থান নড়বড়ে করবে বলে দাবি পেন্টাগনের এই মুখপাত্রের।  

নিহত আবু ওয়াহিব আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক সদস্য বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সম্প্রতি আইএস’র শিরচ্ছেদের বিভিন্ন ভিডিও চিত্রে তাকে দেখা যায়।

এর আগে বহুবার আবু ওয়াহিবকে টার্গেট করা হলেও এই প্রথম তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বক্তব্য দিলো পেন্টাগন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।