ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১৬
সিরিয়ায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের হামলায় লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) দামেস্ক বিমানবন্দরের কাছে চালানো একটি হামলায় এই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মৃত্যুর বিষয়টি হিবুল্লাহ তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে।

মুস্তাফা বদরেদ্দিনের নেতৃত্বে ২০০৫ সালে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার অভিযোগ রয়েছে। বৈরুতে এক বোমা হামলায় নিহত হন রফিক হারিরি।

তিনি হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইমাদ মুগানিয়ার ভগ্নিপতি ছিলেন। ২০০৮ সালে ১২ ফেব্রুয়ারি এক বোমা বিস্ফোরণে নিহত হন ইমাদ মুগনিয়া।

সিরিয়া সঙ্কটে দেশটির প্রধানমন্ত্রী বাশার আল আসাদের সমর্থনে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে হিজুবুল্লাহ। সিরিয়ায় মুস্তাফা বদরেদ্দিনকে কমান্ডার নিযুক্ত করা হয়। সেখানে হিজবুল্লাহর সার্বিক দেখভাল করতেন তিনি।

এছ‍াড়া ১৯৮২ সাল থেকে বিভিন্ন অপারেশনে অংশ নেন ১৯৬১ সালে জন্ম নেওয়া এই কমান্ডারের।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।