ঢাকা: ভারতের মুম্বাইয়ে একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ৯২ জন।
বৃহস্পতিবার (২৬ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বৃহস্পতিবার মুম্বাইয়ের দোমবিভলিতে অবস্থিত আচার্য রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানাটি ধসে পড়ে।
স্থানীয় সুমেদ জোশি নামে এক ব্যক্তি জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের আশপাশের বহুতল ভবন কেঁপে ওঠে। অনেকে ভূমিকম্প মনে করে প্রধান সড়কে নেমে পড়ে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে উদ্ধার কর্মীরা।
এ বিষয়ে অশুতোষ নামে পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষ হতে শুক্রবার (২৭ মে) সকাল পর্যন্ত সময় লাগতে পারে।
এছাড়া কিভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, মে ২৭, ২০১৬
আরএইচএস
***মুম্বাইয়ে কারখানায় বিস্ফোরণ, নিহত ১