ঢাকা: গলার সুর পাল্টে ফেলেছেন রিপাবলিকান দলের অন্যতম তরুণ ও উদীয়মান নেতা এবং মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের বিপক্ষে শুরু থেকেই তার অবস্থান ছিলো দেখার মতো।
শুক্রবার (০৩ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দেশটির স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পল বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রামকেই বেছে নেবেন।
তিনি জানান, ট্রাম্প ও তার মধ্যে মতবিরোধ থাকলেও সেটির পরিধি খুব একটা নয়।
শুধু তাই নয়, বর্তমানে ট্রামকেই তিনি যোগ্য হিসেবে বিবেচনা করছেন।
উল্লেখ্য কট্টর রক্ষণশীল পল রায়ান কর ও ভর্তুকি হ্রাসের সমর্থক। তার এ অবস্থানের কারণে তিনি তৃণমূল রিপাবলিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
আরএইচএস