ঢাকা: ভূমধ্যসাগরের গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে ভাসমান নৌযান থেকে তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
ইতালি ও গ্রিসের কোস্টগার্ড তাদের উদ্ধার করে বলে শুক্রবার (০৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, ভূমধ্যসাগরে এক অভিযান চালিয়ে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। অভিযানে চারটি জাহাজের পাশাপাশি একাধিক হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।
গ্রিসের ক্রিট দ্বীপ থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়। অনাআহারে-অর্ধাহারে যাদের বেশির ভাগের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিলো।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৬/আপডেট: ১৬৩০ ঘণ্টা
টিআই