ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে বন্যায় সেনাসহ ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
টেক্সাসে বন্যায় সেনাসহ ১২ জনের প্রাণহানি

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন সেনা সদস্য রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

বন্যায় কয়েকশ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি কারাগার খালি করতে হয়েছে। ‍রাস্থাঘাট-ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে।

এদিকে মার্কিন সেনা ও স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি কুকুরের সাহায্যে নিখোঁজ চার সেনা সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহত তিন সেনা সদস্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় আরো প্রাণহানির ঘটনার আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ মানুষদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, জুন ০৪
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।