ঢাকা: বাঁদর তো বাঁদরই। বাঁদরামি করাই তার কাজ।
বুধবার ( জুন ০৮) কেনিয়ার সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) আচমকাই কেনিয়া জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় দেশটির বিদ্যুৎ অফিসের কর্মীরা খুঁজতে থাকেন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ। অবশেষে জানা যায়, যে এ বিদ্যুৎ বিভ্রাটের পেছনে রয়েছে একটি বানরের কারসাজি।
দেশটির বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি এক বিবৃতি দিয়ে জানায়, বাঁদরটি পাওয়ার স্টেশনের ছাদে পৌঁছে এ অঘটন ঘটিয়েছে। ছাদ পার হওয়ার সময় বাঁদরটি ট্রান্সফর্মারের মধ্যে পড়ে গেলে এ গোলযোগ বাঁধে। এতে কোম্পানির ১৮০ মেগাওয়াট বিদ্যুতের অপচয় হয়।
এ ঘটনার পর বাঁদরটির পরবর্তী অবস্থা কি হয়েছিলো তা অবশ্য জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
আরএইচএস