ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাপ বানিয়ে বিশ্বকে চমকে দিলো শিশু অনবিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
অ্যাপ বানিয়ে বিশ্বকে চমকে দিলো শিশু অনবিতা

ঢাকা: অনবিতা বিজয়ের বয়স নয় বছর। অন্য সাধারণ শিশুদের থেকে একটু আলাদা সে।

 

তার বয়সী অন্যান্য শিশুরা যখন ব্যস্ত থাকে খেলাধুলায়, তখন কম্পিউটারে কোডিং নিয়ে খেলা করে সে। শুধু তাই নয়, এ বয়সেই তৈরি করে ফেলেছে একাধিক মোবাইল অ্যাপসও।

অনবিতা জানায়, কোডিং তার খুব ভাল লাগে। তার এই কোডিংয়ের শিক্ষক আর কেউ নয়। তার মাস্টার মশাই হচ্ছে ইউটিউব।

খুদে এ ডেভেলেপার আরও জানায়, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে সে কোডিং শিখেছে।

অনবিতার প্রথম অ্যাপ ‘স্মার্ট কিনস অ্যানিম্যাল’ এর দ্বারা যে কোনো শিশু অনায়াসে পশু পাখির নাম ও আওয়াজ শিখতে পারবে। আর দ্বিতীয় অ্যাপটি শিশুদের চেনাবে রং।  

অনবিতা আরও একটি নতুন অ্যাপ নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।