ঢাকা: প্যারিস থেকে মিসরের কায়রো যাওয়ার পথে ৬৬ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া ইজিপ্টএয়ারের বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে মিসরীয় তদন্তকারী দল।
বুধবার (১৫ জুন) এক বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসাবশেষ পাওয়ার মতো কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে।
গত ১৯ মে প্যারিস থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাওয়া এমএস-৮০৪ ফ্লাইটটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিমানটিতে ৬৬ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসআর