ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে শিক্ষক-পুলিশ সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ২০, ২০১৬
মেক্সিকোতে শিক্ষক-পুলিশ সংঘর্ষ, নিহত ৩

ঢাকা: মেক্সিকোর দক্ষিণ‍াঞ্চলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

সম্প্রতি দুর্নীতির অভিযোগে দেশটির ওয়াস্কা রাজ্য থেকে শিক্ষক ইউনিয়নের নেতা রুবেন নুনেজকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরই প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় নেমে বিক্ষোভ-মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।  

সোমবার (২০ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, আন্দোলনরত শিক্ষকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করলে তাদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে।  

স্থানীয় পুলিশের দাবি, আন্দোলন চলা অবস্থায় দুই পাশ থেকে বেশকিছু বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় হতাহত ও নিহতের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, শিক্ষক নেতা রুবেন নুনেজ ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অবৈধভাবে ২৪ মিলিয়ন পেসো আয় করেছেন।

তবে আটক ওই নেতার সমর্থকদের দাবি, নুনেজকে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।