ঢাকা: রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার (২০ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় আস্ত্রাখান এলাকার আশুলুক নামক স্থানে ওই অস্ত্রাগারটি অবস্থিত। একটি রকেট ইঞ্জিনের অগ্নিকাণ্ড থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে এ বিস্ফোরণের ঘটনা অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আরএইচএস/আরআই