ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
ইরাকে নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩২ জন।

মঙ্গলবার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানায়। এতে বলা হয়েছে, বাগদাদ ও ফালুজার মধ্যবর্তী আবু গারিব এলাকার সুন্নি মসজিদে সোমবার তারাবির নামাজের সময় এই আত্মঘাতী হামলা হয়। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে গুরুতর রয়েছেন অনেকে।

তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।