ঢাকা: অস্ট্রিয়ায় মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন ও এর ফলাফলকে অবৈধ ঘোষণা করে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত।
শুক্রবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
গত ২৩ মে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হফারকে পরাজিত করে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আলেকজান্ডার ভ্যান ডার বেলেন।
নির্বাচনে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যান হফার। এরপর তার দল নির্বাচন নিয়ে অনিয়মের প্রশ্ন তুলে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার পরিপ্রেক্ষিতে এ রায় দিলো দেশটির আদালত। তবে কবে নাগাদ পুনরায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে তার নির্দেশনা দেয়নি সুপ্রিম কোর্ট।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
আরএইচএস/আরআই