ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স পার্টি প্রধান নাইজেল ফারাজ এর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স পার্টি প্রধান নাইজেল ফারাজ এর পদত্যাগ

ঢাকা: যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্স পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাইজেল ফারাজ।

সোমবার (০৪ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ওয়েস্ট মিনস্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নাইজেল ফারাজ।

তিনি বলেন, পার্টি এখন ভালো অবস্থানে রয়েছে। আমার দিক থেকে ‘আমার দায়িত্ব’ শেষ হয়েছে।  

যুক্তরাজ্যে এখন প্রয়োজন একজন 'ব্রেক্সিট প্রধানমন্ত্রী', যোগ করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে ছিলেন ইন্ডিপেন্ডেন্স পার্টির এই প্রধান নেতা। এ জন্য ব্যাপক প্রচারণা চালান তিনি। কিন্তু গণভোটের পর ব্রিটেনজুড়ে ব্যাপক সমালোচিত হন তিনি।

এর আগে ব্রেক্সিটের ফলাফলের পরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন অবশ্য ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিপক্ষে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।