ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চার সিরীয় ফুটবলারের শিরশ্ছেদ করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
চার সিরীয় ফুটবলারের শিরশ্ছেদ করলো আইএস

ঢাকা: ফুটবল খেলাকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে চার সিরীয় ফুটবলারের শিরশ্ছেদ করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নিহতরা সবাই জনপ্রিয় ফুটবল ক্লাব আল শাবাবের খেলোয়াড়।

সিরিয়ার শহর আল রাক্কায় জনসম্মুখে ওই চার ফুটবলারকে জবাই করে ‍আইএস জঙ্গিরা। এ সময় সেখানে অনেক শিশু উপস্থিত ছিলো, যাদের চোখের সামনেই ফুটবলারদের জবাই করা হয়।

নিহত ফুটবলাররা কুর্দিস বিদ্রোহী গ্রুপ ওয়াইপিজি’র গুপ্তচর হিসেবে কাজ করতেন বলে দোহাই দিয়েছে আইএস। ধারাবাহিক টুইট বার্তায় আইএস কতলকৃতদের নাম ও ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায় শিশুরা রক্তাক্ত মরদেহ ভয়ার্ত চোখে দেখছে।

টুইট বার্তায় আইএস জানায়, নিহত ফুটবলাররা হলেন- ওসামা আবু কুয়েত, ইহসান আল শোয়াইখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াখ।

চলতি সপ্তাহেই চার ফুটবলার ছাড়াও আরও একজনকে জবাই করেছে আইএস জঙ্গিরা। নিহত ওই ব্যক্তি নাম-পরিচয় ও হত্যার কারণ জানা যায়নি।

দুই বছর আগে রাক্কা শহর দখলে নেওয়ার পর সেখানে ফুটবলসহ সব ধরনের খেলা নিষিদ্ধ করে আইএস। গত বছর ইসলামিক স্টেটের সামরিক জঙ্গিরা ১৩ শিশুকে জবাই করে হত্যা করে এশিয়ান কাব টুর্নামেন্টে ইরাক ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখায়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।