ঢাকা: যুক্তরাষ্ট্রে নিযুক্ত দুই রাশিয়ান কর্মকর্তাকে প্রত্যাহার করেছে মার্কিন সরকার। গত ১৭ জুন তাদের দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে মার্কিন কর্মকর্তার ওপর হামলা চালায় রাশিয়ান পুলিশ। এ হামলার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।
শনিবার (০৯ জুলাই) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবে’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তবে রাশিয়ান ওই দুই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি।
জন কিরবে জানান, সম্প্রতি মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে হামলার ঘটনা ঘটে। এ সময় রাশিয়ান পুলিশ ওই মার্কিন কর্মকর্তার ওপর হামলা চালায়।
এদিকে যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে মস্কো। মস্কোর দাবি, ওই কর্মকর্তা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করতেন এবং তিনি পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
আরএইচএস/জেডএস