ঢাকা: কাজ করার সময় দুইতলা ভবন থেকে পড়ে হাঁটার ক্ষমতা হারান চীনের গুঝু প্রদেশের টংমিং। ঘটনাটি ২০১৩ সালের।
সঙ্গে ছেলেকে নিয়ে যেতে চাইলে সে মাকে বলে, তুমি যাও, আমি আমার বাবাকে ছেড়ে যাবো না।
আরও পড়ুন-বিয়েতে ফটোগ্রাফার নেই, তাই বেঁকে বসলেন কনে
সেই থেকে পঙ্গু বাবাকে নিয়ে পথ চলা শুরু ছোট ওয়াংলিংয়ের। এখন পর্যন্ত প্রতি মুহূর্তে বাবার খোঁজ রাখছে। অসুস্থ বাবার সেবা করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে।
চীনের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, ওয়াংলিং প্রতিদিন সকাল ৬টার দিকে ঘুম থেকে ওঠে বাবা টংমিংকে নাস্তা খাওয়ায়। এরপর সে স্কুলে চলে যায়। স্কুলে দুপুরের খাবারের বিরতির সময় অন্যসব শিক্ষার্থীর মতো সময় ব্যয় না করে সে চলে আসে বাবার কাছে। নিজ হাতে বাবাকে দুপুরের খাবার খাওয়ায়।
আরও পড়ুন-১০ বছরেই ছেলের ওজন ২০০ কেজি!
বাজার করা থেকে শুরু করে রান্নার কাজ, সবই নিজেই করে ছোট ওয়াংলিং।
তবে বিষয়টি নিয়ে কষ্ট পেলেও ছেলের এমন ভালোবাসায় গর্বিত বোধ করেন বাবা টংমিং।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
আরএইচএস/জেডএস
আরও পড়ুন- ধর্ষিতার সঙ্গে ‘চিয়ারফুল’ সেলফি তুলে বিপাকে নারী কমিশনার