ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে দু’ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
 ইতালিতে দু’ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালির দক্ষিণাঞ্চলে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলীয় শহর বারী ও বারলেত্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সংকেত জটিলতায় ট্রেন দু’টি এক লাইনে চলে আসে। দ্রুতগামী হওয়ায় তা সামলানো যায়নি, ফলে ট্রেন দ‍ুইটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী বাহিনী। ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করছে তারা।

ফায়ার ব্রিগেডের কমান্ডার রিকার্দো জিনগারো জানান, দুই ট্রেনের সংঘর্ষে এ পর্যন্ত ২০জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত রয়েছে অনেকে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানোর হচ্ছে।
 
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেনজি বলেছেন, ‘এটা আমাদের জন্য দুঃসময়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাবে সরকার। ’

**ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এইচএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।