ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের নিসে হামলাকারীর প্রথম ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
ফ্রান্সের নিসে হামলাকারীর প্রথম ছবি প্রকাশ

ঢাকা: ফ্রান্সের নিসে ট্রাক দিয়ে জনতার ওপর সন্দেহভাজন হামলাকারী বুলেলের প্রথম ছবি প্রকাশ করেছে ফ্রান্স সরকার। এরপর স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ছবিটি প্রকাশ করেছে।

 প্রকাশিত সাদাকালো ছবিটি কিছুটা অস্পষ্ট।

সংবাদমাধ্যমগুলো জানায়, সন্দেহভাজন হামলাকারী শান্ত ও রাগী প্রকৃতির ছিলেন।  

শুক্রবার (১৫ জুলাই) সন্দেহভাজন হামলাকারী বুলেলের এ ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম আরও জানায়, আত্মঘাতী হামলাকারী বুলেল তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি। তিনি ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিক ছিলেন। বয়স ছিল ৩১ বছর। নিস শহরেই বসবাস করতেন বুলেল। গোয়েন্দা সংস্থাগুলোর অপরাধীর তালিকায় তার নাম না থাকলেও পুলিশের খাতায় বুলেলের নাম ছিলো চোর এবং সহিংসতাকারী হিসেবে।  

হামলার ঘটনার কয়েকঘণ্টা আগে ‍পুলিশের সঙ্গে কথা হয় তার। সেসময় বুলেল একটি রাস্তায় প্রায় নয় ঘণ্টা আক্রমণের ট্রাক দাঁড় করিয়ে রাখেন। পুলিশ এ নিয়ে তাকে জেরা করলে সে জানায়, আইসক্রিম ডেলিভার দিতে ঘটনাস্থলে এসেছিলো তিনি।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
জেডএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।