ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান দুনদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান দুনদার

ঢাকা: তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান হিসেবে জেনারেল উমিত দুনদারকে নিয়োগ দেওয়া হয়েছে।  

শনিবার (১৬ জুলাই) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে দুনদার দেশটির ‘ফার্স্ট আর্মি কমান্ডার’ হিসেবে দায়িত্বরত ছিলেন।

শুক্রবার রাতে দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টা ঘটার সময় থেকে তুরস্কের সামরিক বাহিনীর প্রধান জেনারেল হুলুসি আকার নিখোঁজ থাকায় দুনদারকে এ দায়িত্ব দেওয়া হয়।  

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির বিদ্রোহী সেনাদের হাতে বন্দি রয়েছেন দুনদার। তবে তাকে কোথায় বন্দি রাখা হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।