ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজের পর উদ্ধার হলেন তুর্কি সেনা প্রধান হুলুসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
নিখোঁজের পর উদ্ধার হলেন তুর্কি সেনা প্রধান হুলুসি

ঢাকা: অভ্যুত্থান প্রচেষ্টার সময় নিখোঁজ তুরস্কের সেনা প্রধান জেনারেল হুলুসি আকারকে উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।  

শুক্রবার ( ২৫) রাতে অভ্যুত্থান প্রচেষ্টা শুরুর পরপরই বিদ্রোহী সেনাদের একটি গ্রুপ তাকে জিম্মি করে আনকারার একিনসিলার বিমান ঘঁটিতে নিয়ে যায়।

পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে তুরস্কের সেনাবাহিনীর সদস্যরা। একিনসিলার বিমান ঘাঁটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।

এর আগে সেনা প্রধান নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান হিসেবে জেনারেল উমিত দুনদারকে নিয়োগ দিয়েছিলো সরকার।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।