ঢাকা: জাপানের ইবারাকি প্রেফেকচারে (পৃথক প্রশাসনিক অঞ্চল) একটি মাঝারি পাল্লার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
রোববার (১৭ জুলাই) সকালে রাজধানী টোকিওর অদূরের প্রেফেকাচরটির জোসো শহরের মিতসুকাইদো রেলওয়ে জংশনের ২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতিরও।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এইচএ/