ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতার কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
নিসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতার কর্মসূচি

ঢাকা: ফ্রান্সের নিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুলাই) স্থানীয় সময় দুপুরে এই কর্মসূচি দেশজুড়ে পালনের আহ্বান জানিয়েছে ফরাসি সরকার।

নীরবতার সময় যে যেখানে থাকবেন সেখানেই দাঁড়িয়ে নিহতদের স্মরণ করবেন বলে জানানো হয়েছে।

এদিকে ট্রাক চালিয়ে সাধারণ মানুষ হত্যার এই ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার (১৪ জুলাই) নিসে জনতার ওপর ট্রাক চালিয়ে দেয় এক সন্ত্রাসী। যাতে অন্তত ৮৪ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ, যাদের মধ্যে হাসপাতালে গুরুতর অবস্থায় অনেকেই চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।