ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার তুরস্কে ১০০ গোয়েন্দা কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এবার তুরস্কে ১০০ গোয়েন্দা কর্মকর্তা বরখাস্ত

ঢাকা: তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়ে গোয়েন্দা বিভাগের ব্যর্থতার অভিযোগ এনে দেশটির ১০০ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত ওই কর্মকর্তাদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা অভ্যুত্থানের পক্ষের বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দেশটি। এর পৃথক তালিকায় সেনা সদস্যরাও ছিলেন। এছাড়াও বরখাস্ত হয়েছেন তুরস্কের ২ হাজার ৭৪৫ জন বিচারকও।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।