ঢাকা: তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়ে গোয়েন্দা বিভাগের ব্যর্থতার অভিযোগ এনে দেশটির ১০০ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) তাদের বরখাস্ত করা হয়।
এর আগে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দেশটি। এর পৃথক তালিকায় সেনা সদস্যরাও ছিলেন। এছাড়াও বরখাস্ত হয়েছেন তুরস্কের ২ হাজার ৭৪৫ জন বিচারকও।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আইএ