ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর প্লেন নিখোঁজ

ঢাকা: তামিলনাড়ু থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ারগামী ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন প্লেন নিখোঁজ হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। প্লেনটিতে ২৯ জন আরোহী ছিলো বলে জানা গেছে।

রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে এএন-৩২ প্লেনটির সর্বশেষ অবস্থান ছিলো বঙ্গোপসাগর। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে প্লেনটি।

তামিলনাড়ুর তামবারাম বিমান ঘাঁটি থেকে শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সময় সকাল আটটায় উড্ডয়ন করে দুপুরে আন্দামানে অবতরণের কথা ছিলো প্লেনটির। তবে অবতরণের প্রায় এক ঘণ্টা আগে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এএন-৩২ ভারতীয় বিমান বাহিনীর বহুল ব্যবহৃত পরিবহন প্লেন। বর্তমানে এই মডেলের শতাধিক প্লেন রয়েছে ভারতের বিমান বাহিনীতে।

প্লেনটির খোঁজে বর্তমানে বঙ্গোপসাগরে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দেশটির বিমান বাহিনী ও কোস্টগার্ড।  

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উদ্ধার কাজ চালাতে একটি ডোরনিয়ার এয়ারক্রাফট এবং কামুখ, ঘরিয়াল, জয়তি ও কুথার নামে চারটি জাহাজ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬/আপডেট: ১৫১৬ ঘণ্টা
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।