ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলাকারী বুলেলকে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
হামলাকারী বুলেলকে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ৫

ঢাকা: ফ্রান্সের নিস শহরে জনতার ওপর লরি চাপা দিয়ে ৮৪ জন হত্যার ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করা হেয়েছে।  

তাদের বিরুদ্ধে হামলাকারী বুলেলকে সহযোগিতার অভিযোগ আনা হয়।

 শুক্রবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যমে বলা হয় অভিযুক্তদের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের স্থানীয় আদালতে হাজির করা হয় বলেও জানানো হয়।

দেশটির ফ্রানসোইস মোলিনস নামে এক আইনজীবী বলেন, অভিযুক্তদের মধ্যে একজন হামলার পরদিন ঘটনাস্থলে গিয়ে সেখানকার দৃশ্য ভিডিও করেন।

এদিকে অভিযুক্তদের মধ্যে ৩ জন তিউনিসীয় এবং একজন আলবেনীয় ও অপরজন ফ্রান্স ও আলবেনিয়ার দ্বৈত নাগরিক বলেও জানানো হয়।

১৪ জুলাই রাতে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপনের সময় নিরীহ জনতার ওপর দ্রুতগতির ট্রাক চালিয়ে হামলা চালায় বুলেল নামে তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি এক ব্যক্তি। এতে ১০ শিশুসহ নিহত হয় অন্তত ৮৪ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।