ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় বিমান বাহিনীর প্লেন খুঁজতে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ভারতীয় বিমান বাহিনীর প্লেন খুঁজতে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে

ঢাকা: ভারতের তামিলনাড়ু থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ারগামী দেশটির বিমান বাহিনীর নিখোঁজ পরিবহন প্লেন খুঁজতে শুরু হয়েছে বঙ্গোপসাগরে অভিযান।

দেশটির নৌ-বাহিনীর ১২ যুদ্ধজাহাজ, কোস্টগার্ড জাহাজ এবং সাবমেরিনের সহায়তায় চলছে বিশেষ অভিযানটি।

নৌ-বাহিনীর মুখপাত্র ডি কে শর্মা জানিয়েছেন, শুক্রবার (২২ জুলাই) দুপুর থেকেই নিখোঁজ প্লেনটি খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে। তারা সময় ক্ষেপণ না করে উদ্ধারে নেমেছেন। আরও পড়ুন: **২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর প্লেন নিখোঁজ

রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে এএন-৩২ প্লেনটির সবশেষ অবস্থান ছিল বঙ্গোপসাগর অঞ্চল। সে অনুযায়ী অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ডি কে শর্মা।

উদ্ধারকর্মীদের বক্তব্য, বিধ্বস্ত হতে পারে প্লেনটি। এখন সেই অংশ বিশেষই খুঁজে বের করা চ্যালেঞ্জ।

তামিলনাড়ুর তামবারাম বিমানঘাঁটি থেকে স্থানীয় সময় সকাল ৮টায় উড্ডয়ন করে দুপুরে আন্দামানে অবতরণের কথা ছিল প্লেনটির। তবে অবতরণের প্রায় এক ঘণ্টা আগে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।