ঢাকা: অবতরণ করা একটি প্লেনে ‘বোমা রয়েছে’, এমন নোট পাওয়ার পর নিউজিল্যান্ডের কুইন্সটাউন বিমানবন্দরটি খালি করা হয়েছে। এতে যাত্রী ও বিমানবন্দরে আগতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অস্ট্রেলিয়া থেকে অবতরণ করা কান্তাস এয়ারের একটি ফ্লাইটে বোমা পাওয়ার নোটটি খুঁজে পান এক পরিচ্ছন্নকর্মী। দ্রুত তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই বিমানবন্দরটি খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
প্লেনটি বর্তমানে টার্মিনালে রয়েছে। এ সংক্রান্ত বিষয় জানার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
জেডএস