ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেনশিয়াল রেজিমেন্ট বিলুপ্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
তুরস্কের প্রেসিডেনশিয়াল রেজিমেন্ট বিলুপ্ত ঘোষণা

ঢাকা: তুরস্কের প্রেসিডেনশিয়াল রেজিমেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম।

সম্প্রতি ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রেজিমেন্টের প্রায় ২৮৩ জনকে আটক করার পর এমন ঘোষণা এলো।

রোববার (২৪ জুলাই) স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম বলেন, ‘প্রেসিডেনশিয়াল রেজিমেন্ট আর থাকবে না। কোনো কারণ নেই, এটির কোনো প্রয়োজন নেই। ’

এদিকে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার কারণে বহুলোককে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ৫৫ হাজারের বেশি লোক চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে শিক্ষক থেকে শুরু করে বিচারকরাও রয়েছেন।

তুরস্কের প্রেসিডেনশিয়াল রেজিমেন্টের মোট সদস্য আড়াই হাজার জন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
আরএইচএস/এটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।