ঢাকা: জার্মানির নুরেমবার্গের কাছে আনসবাচ শহরের একটি বারে বিস্ফোরণে নিহত ব্যক্তিই বোমা বহনকারী বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ইউজেনেস ওয়াইন নামে ওই বারে বোমাটির বিস্ফোরণ ঘটে।
স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, হামলাকারী পিঠে ব্যাগের ভেতর বোমাটি বহন করে আনে। পরে বিস্ফোরণে তার নিজেরই মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার পরপরই ওই বারটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বারের পাশেই উন্মুক্ত সংগীত অনুষ্ঠান থেকে ২ হাজারকে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
এরআগে গত শুক্রবার (২২ জুলাই) মিউনিখে বন্দুকধারী কিশোরের গুলিতে ৯ জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসআর