ঢাকা: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে এগিয়ে নিয়ে যেতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনে বক্তৃতাকালে দেশটির জনগণের প্রতি তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্ট ওবামা বলেন, পূর্বে আমার জন্য আপনারা যা করেছিলেন হিলারির জন্যেও আপনারা একই কাজ করুন। আপনারা আমাকে যে পথে এগিয়ে নিয়ে গেছেন ঠিক একই পথে হিলারিকে এগিয়ে নিয়ে যান।
তিনি আরও বলেন, সবকিছুতেই দোষ দেখার মনোভাব থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আমাদের আশা রাখতে হবে। নানা অসুবিধা, অনিশ্চয়তার মধ্যেও আমাদের আশা রাখতে হবে।
এ সময় তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।
এর আগে হিলারি রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে বক্তব্য রাখেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরএইচএস