ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাতাল ছিলেন তাইওয়ানের দুর্ঘটনাকবলিত সেই বাস চালক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
মাতাল ছিলেন তাইওয়ানের দুর্ঘটনাকবলিত সেই বাস চালক

ঢাকা: তাইওয়ানে ‍দুর্ঘটনাকবলিত সেই পর্যটকবাহী বাসটির চালক মাতাল ছিলেন এবং সে কারণেই গাড়িটি দুর্ঘটনায় পড়েছে বলে ধারণা করছে তদন্তকারী দল।

ওই দল সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৯ জুলাই ওই বাসটিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জন নিহত হন। তাদের মধ্যে ২০ জনই ছিলেন চীনা পর্যটক।
 
তদন্তকারী দলের প্রধান অয়াং উই-য়েন জানান, তারা বাসটির চালকের রক্ত, ইউরিন এবং পাকস্থলী পরীক্ষা করেছেন। এর ফলাফলে উচ্চমাত্রার অ্যালকোহলের উপস্থিতি পেয়েছেন তারা।

এর আগে তদন্তকারী দল জানায়, চালকের লাগেজ থেকে পেট্রোল জাতীয় পদার্থ পাওয়া গেছে। এছাড়া দুর্ঘটনার সময় বাসটির জরুরি বহির্গমন ব্যবস্থাও বন্ধ ছিলো। এ কারণেই বেশি হতাহতের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পর প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ব্যস্ত মহাসড়কে ওই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসের ভেতরে বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

তদন্তকারী দলের তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে মাতাল চালক অতি দ্রুত গাড়ি চালানোর ফলে ইঞ্জিনে আগুন ধরে দুর্ঘটনাটি ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।