নভেম্বরের নির্বাচনে হেরে যাওয়ার বিষয়টি বুঝি আগেভাগেই টের পেয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। আর হারলে যে ‘কারচুপি’র অভিযোগ আনবেন সে আলোচনাও এখনি উঠেছে।
সোমবার একটি নির্বাচনী সভায় সমর্থকদের উদ্দেশ্যে ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশঙ্কা করছেন নির্বাচনে কারচুপি হতে যাচ্ছে। আর হিলারি যদি এই নির্বাচনে জিতে যান তাহলে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণাটিও তিনি এখনি দিয়ে রেখেছেন।
ট্রাম্প বলেন, তিনি মনে করেন ডেমোক্র্যাটরা এরই মধ্যে কারচুপির মাধ্যমে বার্নি স্যান্ডার্সকে হারিয়ে হিলারির পক্ষে মনোনয়ন নিশ্চিত করেছে। আর তারা নির্বাচনেও একই কাজ করবে।
নির্বাচনের ফলাফলে অবিশ্বাসের বীজ বপন করে ডনাল্ড ট্রাম্প দ্রুতই তার নিজের প্রশংসায় লেগে পড়েন। জিওপিতে তিনিই ইতিহাস সৃষ্টিকারী প্রার্থী।
বাংলাদেশ সময় ১১১৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমএমকে