ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন প্রচণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন প্রচণ্ড

ঢাকা: অলির পদত্যাগের পর নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন পুষ্প কমল দহল প্রচণ্ড।

বুধবার (০৩ আগস্ট) বিকেলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

দেশটির রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাকে নির্বাচিত করার আগে জাতীয় সংসদে বাছাই ভোট হয়েছে। এতে ৩৬৩ জন তার পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট এসেছে ২১০টি। এমনই তথ্য জানিয়েছেন সংসদ স্পিকার ওনসারি ঘারি।

দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন পুষ্প কমল প্রচণ্ড। এর আগে ২০০৯ সালে দায়িত্ব পালন করেন তিনি। হিমালয় কন্যায় রাজতন্ত্রের পতন ঘটাতে দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই নেতা।

তবে গণতান্ত্রিক ধারায় দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত ২৪ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) নেতা খাগড়া প্রসাদ (কেপি) শর্মা অলি। তখন থেকেই প্রচণ্ডের নাম শোনা যাচ্ছিল পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।