ঢাকা: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্র ছিলো ৫ দশমিক ১।
আন্তর্জাতিক সময়মান মঙ্গলবার (০৯ আগস্ট) দিনগত রাত ২টা ৫৭ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হনে বলে বিশ্ব সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার আপার লেক থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং নিস শহর থেকে উত্তর-উত্তর পূর্ব দিকে ভূমিকম্পটি আঘাত হনে। এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
টিআই