ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত প্রভাবশালী চিফ অব স্টাফ সার্জেই ইভানভকে দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দিয়েছেন। বেশ ক’বছরের মধ্যে এতো শীর্ষ পর্যায়ে এমন পদচ্যুতির ঘটনা ঘটলো।
শুক্রবার (১২ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এক অধ্যাদেশ জারি করে ইভানভকে প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের হেড (চিফ অব স্টাফ) পদ থেকে অব্যাহতি দিয়েছেন’।
৬৩ বছর বয়সী ইভানভ এখন থেকে রাশিয়ার জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও পরিবহন বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করবেন।
চিফ অব স্টাফ হওয়ার আগে তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। সোভিয়েত আমলে পুতিন সামরিক গোয়েন্দা সংস্থা কেজিবিতে দায়িত্ব পালনকালে তার সহকর্মী ছিলেন ইভানভ।
২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ২০১১ সালের শেষ দিকে ইভানভকে চিফ অব স্টাফ পদে নিয়োগ দেন পুতিন।
তার ‘অব্যাহতি’র পর এখন এই পদে দায়িত্ব পালন করবেন ইভানভের ডেপুটি ও সাবেক কূটনীতিক ৪৪ বছর বয়সী অ্যান্তন ভাইনো।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এইচএ/