ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জন এফ কেনেডি বিমানবন্দরে গুলির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
জন এফ কেনেডি বিমানবন্দরে গুলির ঘটনা

ঢাকা: নিউইর্য়কের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে গুলির ঘটনা ঘটেছে। প্রাথমিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে গুলির এ ঘটনা ঘটে।

এদিকে গুলির ঘটনায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বাতিল করার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গুলির আওয়াজ শোনা যায়। এতে বিমানবন্দরে আগতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত টার্মিনালটি খালি করার অনুরোধ জানানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সন্দেহভাজনকে খুঁজছে। সেখানে আসলে কি ঘটেছে বিষয়টি পরিষ্কার নয়।

তবে বিমানবন্দরে কোনো গুলির নিদর্শন পাওয়া যায়নি বলে অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।