ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে গাড়ি বোমা হামলায় আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
তুরস্কে গাড়ি বোমা হামলায় আহত ২০

ঢাকা: তুরস্কে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বুধবার (১৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ভনের একটি থানা সংলগ্ন এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, থানা ও ব্যারাককে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আঙ্কারায় সরাসরি টেলিভিশনে দেওয়া এক ভাষণের সময় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।