ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনে তিন সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
পূর্ব ইউক্রেনে তিন সেনা সদস্য নিহত

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ওই সেনা সদস্যরা মারা যান বলে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

সেদেশের সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে আহতও হয়েছেন ছয় সেনা সদস্য।

সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রপতির দূত আলেকজেন্ডার জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণের পরিমাণ গত ২৪ ঘণ্টায় অনেক বেড়েছে। এতেই সেনা সদস্যদের মৃত্যু হয়েছে। মূলত ইউক্রেনের রুশ সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পাঠানো সেনাবাহিনীর সঙ্গে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ অব্যাহত থাকায় এ নিহতের সংখ্যা বাড়ছে। এতে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।