ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ওই সেনা সদস্যরা মারা যান বলে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।
সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রপতির দূত আলেকজেন্ডার জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণের পরিমাণ গত ২৪ ঘণ্টায় অনেক বেড়েছে। এতেই সেনা সদস্যদের মৃত্যু হয়েছে। মূলত ইউক্রেনের রুশ সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পাঠানো সেনাবাহিনীর সঙ্গে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ অব্যাহত থাকায় এ নিহতের সংখ্যা বাড়ছে। এতে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আইএ