ঢাকা: আঘাত হানার আগেই জাপানে বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিনদুল। ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে ইতোমধ্যেই বাতিল হয়েছে ৪০০ ফ্লাইট।
স্থানীয় সময় সোমবার (২২ আগস্ট) দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টির জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানার আশঙ্কা করছে সেখানকার আবহাওয়া অফিস।
বর্তমানে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে মিয়াকি দ্বীপ থেকে উত্তরে অগ্রসর হচ্ছে এটি। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৮০ কিলোমিটার।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আরএইচএস/আরআই